‘স্পিড মানি’র সঙ্গে ‘রিস্ক মানি’ যুক্ত হয়ে দুর্নীতি ও ঘুষের পরিমাণ আরও বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের নেতা রুহিন হোসেন প্রিন্স। গতকাল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নির্বাচনের তারিখ ঘোষণা, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে সিপিবি আয়োজিত পদযাত্রা ও গণসংযোগে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ঢাকার পুরানা পল্টন মোড় থেকে বাহাদুর শাহ্ পার্ক পর্যন্ত পদযাত্রা ও গণসংযোগ করে দলটি। রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘স্পিড মানি’র সঙ্গে ‘রিস্ক মানি’ যুক্ত হয়ে দুর্নীতি ঘুষের পরিমাণ বেড়েছে। চাঁদাবাজি দখলদারি নরাপত্তাহীনতা নিত্যসঙ্গী হয়ে চলছে।
নিত্যপণ্যের ওপর ভ্যাট বাড়িয়ে নিম্নআয়ের মানুষকে আরও বিপদে ফেলা হয়েছে। বেকারত্ব বেড়েই চলেছে। কৃষক ফসলের লাভজনক দাম পাচ্ছে না, অন্যদিকে শহরের বাজারে অধিক মূল্যে পণ্য কিনতে হচ্ছে। ঋণখেলাপিদের টাকা আদায় না করে নানা সুবিধা দেওয়া হচ্ছে। পাচারের টাকা ফেরত আনা আর দুর্নীতিবাজদের জেলে ঢোকানোর খবর নেই। স্বৈরাচারী শাসনামলের অন্যায় অব্যবস্থাপনা দূর হয়নি বরং অনেক ক্ষেত্রে বেড়ে চলেছে। এ অবস্থার অবসানে সমাজব্যবস্থার আমূল পরিবর্তনের বিকল্প নেই। একমাত্র নীতিনিষ্ঠ বাম রাজনৈতিক শক্তি পারে ব্যবস্থার বদল ঘটিয়ে এই দুরবস্থার অবসান করতে।