নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জামান নামে এক বিকাশ ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার হয়েছেন। ভুক্তভোগীর একটি ব্যাগে থাকা পৌনে ৩ লাখ টাকা ও ফ্লেক্সিলোডের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়ার আমজাদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, আমজাদ মার্কেটসংলগ্ন কাসেম আলী মসজিদের সঙ্গে জামানের বিসমিল্লাহ টেলিকম নামে একটি দোকান রয়েছে।
তিনি প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করার সময় এক ছিনতাইকারী দোকানের সামনে এসে তাঁকে আঘাত করে হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘ঘটনার পরই আমি টিম পাঠিয়েছি। ভুক্তভোগীর টাকার সঙ্গে যে মোবাইল ফোনগুলো ছিনতাই হয়েছে সেগুলো ট্রেকিং করার চেষ্টা চলছে।’