চট্টগ্রামে নতুন নেতৃত্বের অপেক্ষা করছেন যুবদলের নেতা-কর্মীরা। মহানগর যুবদলের কমিটি গত বছরের সেপ্টেম্বরে বিলুপ্ত করে কেন্দ্র। এখন নতুন কমিটি গঠনের জন্য আগ্রহীদের সিভি জমা নিয়েছে কেন্দ্রীয় যুবদল। তিন ইউনিটের শীর্ষপদে আসার জন্য চার ডজন সম্ভাব্য পদপ্রত্যাশী সিভি জমা দিয়েছেন। সিভি যাচাইবাছাই শেষে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা দলের ত্যাগী, পরিচ্ছন্ন ইমেজের নেতাদের হাতে নেতৃত্ব দেওয়ার কথা বলছে কেন্দ্রীয় যুবদল। ফলে কখন নতুন কমিটি আসবে, কারা আসবেন নেতৃত্বে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তৃণমূল নেতা-কর্মীরা। জানা যায়, মহানগর যুবদলের কমিটি সেপ্টেম্বরে বিলুপ্তির পর এ ইউনিটে শীর্ষ দুই পদের জন্য কাজ করছেন বিলুপ্ত কমিটির নেতাদের পাশাপাশি সাবেক ছাত্রনেতারাও। সম্ভাব্য আলোচনায় এগিয়ে রয়েছেন যুবদলের বিলুপ্ত নগর কমিটির সাধারণ সম্পাদক মো. শাহেদ, সহসভাপতি মো. ইকবাল হোসেন, শাহেদ আকবর, তৌহিদুল ইসলাম রাসেল। সাবেক ছাত্রনেতাদের মধ্যে নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহ, জসিম উদ্দীন চৌধুরী, মাঈনুদ্দীন মো. শহীদ, সৈয়দ রাজিবুল হাসান রানা, শেখ রাসেল, শহিদুল ইসলাম শহিদ, আলিফ উদ্দীন রুবেল। ২০১৮ সালের জুনের শুরুতে চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর জেলা যুবদলের কমিটি গঠন হয়। এ দুই কমিটিও এখন মেয়াদোত্তীর্ণ।
দক্ষিণ জেলা যুবদলের দুই শীর্ষপদে আসার আলোচনায় আছেন বর্তমান জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, সহসভাপতি শাহজাহান চৌধুরী, শফিকুল ইসলাম শাহীন, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দীন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শওকত ওসমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্মসম্পাদক মোজাম্মেল হক, যুগ্মসম্পাদক নাছির উদ্দীন, মাসুদুর রহমান, হামিদুর রহমান পেয়ারু, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, বাঁশখালী যুবদলের আহ্বায়ক আবু আহমদ, পটিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কামাল উদ্দীন ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন, জেলা যুবদলের সহসম্পাদক আব্বাস উদ্দিন। উত্তর জেলা যুবদলের দুই শীর্ষপদে আসার জন্য কয়েক ডজন প্রার্থী সিভি জমা দিয়েছেন কেন্দ্রীয় দপ্তরে। তার মধ্যে শীর্ষপদে আসার দৌড়ে আছেন বর্তমান জেলা যুবদল সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধরী, ইউসুফ চৌধুরী, আওরঙ্গজেব মোস্তফা, এস এম নুরুল হুদা, জেলা ছাত্রদল সভাপতি জাহিদুল আফছার জুয়েল, সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, বারইয়ারহাট পৌর যুবদলের সদস্যসচিব সিরাজুল ইসলাম, ফটিকছড়ি উপজেলার সদস্যসচিব মোরশেদ হাজারী প্রমুখ। আগামী সপ্তাহে পদপ্রত্যাশীদের সঙ্গে কেন্দ্রীয় যুবদল মতবিনিময় করে দ্রুত কমিটি গঠন করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের এক সূত্র।