বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) কুমিল্লা জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুমিল্লা নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে সভার উন্মুক্ত আলোচনায় বাজুস কুমিল্লার সদস্যরা জানান, ৫ আগস্টের পর চুরি, ছিনতাই, ডাকাতি বেড়ে গেছে। কিছু ব্যবসায়ী চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা করছেন। তারা সুদ দিতে গিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন। বেশি ভ্যাট দিতে ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে। এসব সমস্যার সমাধান করতে হবে। জবাবে নেতারা বলেন, আপনারা ঐক্যবদ্ধ না হলে হয়রানির শিকার হবেন। যখনই কোনো ঝামেলায় পড়বেন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দকে জানাবেন। জুয়েলারি ব্যবসায়ীদের হয়রানির বিষয়ে আমরা ঊর্ধ্বতন পর্যায়ে মিটিং করব। এ ছাড়া কম সুদে ঋণ পাওয়াসহ অন্যান্য সমস্যা সমাধানে সভাপতি সায়েম সোবহান আনভীরের সঙ্গে মিটিং করব। তিনি আন্তরিকতার সঙ্গে আপনাদের বিষয়গুলো সমাধানে কাজ করছেন। আমরা ভ্যাট ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার বিষয়ে সরকারকে অনুরোধ করব। বাজুস কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. রিপনুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাজুস সহসভাপতি মো. জয়নাল আবেদীন খোকন, কার্যনির্বাহী সদস্য মো. মজিবর রহমান খান ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট কমিটির সদস্য প্রণব সাহা। আরও বক্তব্য রাখেন বাজুস কুমিল্লার সহসভাপতি মনিরুল ইসলাম বাচ্চু, মাহবুবুর রহমান দুলাল, লাকসাম-মনোহরগঞ্জের সভাপতি সুভাষ বণিক, চান্দিনার সভাপতি শাহ মো. আলমগীর খান প্রমুখ।