প্রতিদিন একজন করে উপদেষ্টা অফিসে যাওয়ার আগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে হাসপাতালে যাওয়া উচিত। এতে করে আহতরা উৎসাহ ও সাহস পাবে এবং হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা সংশ্লিষ্টরাও যথার্থ চিকিৎসা দিতে বাধ্য থাকবেন। এই মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। গতকাল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন হাসপাতাল এবং জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন। কায়কোবাদ আরও বলেন, এখানে এসে আমি বাকরুদ্ধ। কী নির্মমভাবে নির্যাতন করে তরুণ ছেলেদের পঙ্গু করে দিয়েছে স্বৈরশাসক শেখ হাসিনার সরকার। এখনো আহতরা পরিপূর্ণ চিকিৎসা পাচ্ছে না বলেও তিনি অভিযোগ করে তাদের অবিলম্বে যথার্থ চিকিৎসার আহ্বান জানান। কায়কোবাদ পানি, খেজুর ও ফল নিয়ে আহত ছাত্র-জনতাকে দেখতে যান।
পুলিশের গুলিতে দুচোখ হারানো জামাল হোসেন বলেন, আপনার কথা (কায়কোবাদ) অনেক শুনেছি। আপনাকে দেখার খুব ইচ্ছে ছিল। তবে আজ এমন এক সময়ে আপনাকে কাছে পেলাম যখন আমি পুলিশের গুলিতে অন্ধ।