প্রায় ১০ বছর ভোটের রাজনীতি থেকে অনেকটাই দূরে ছিল বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জুলাই বিপ্লবের পর প্রেক্ষাপট পুরো বদলে গেছে। বিশেষ করে রাজশাহীতে মাঠের রাজনীতিতে এখন ফুরফুরে মেজাজে বিএনপি ও জামায়াত। ইতোমধ্যে নানা কর্মসূচি পালনের মাধ্যমে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে দল দুটি। প্রায় প্রতিদিনই কর্মসূচি থাকছে দ্ইু দলেরই। এর মাধ্যমে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে নিজেদের গুছিয়ে নেওয়ার কাজটি করছেন বলে জানিয়েছেন বিএনপি ও জামায়াতের নেতারা।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দল। সবসময়ই তাদের নির্বাচনি প্রস্তুতি থাকে। বিগত সময়ে দেশে কোনো ভোট না হওয়ায় বিএনপি নির্বাচনে যায়নি। আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে। সব ধরনের প্রস্তুতি বিএনপির আছে। বিএনপির হয়ে কারা কোন আসনে নির্বাচন করবেন, সেটি নির্ধারণ করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে সব আসনেই তাদের একাধিক যোগ্য প্রার্থী নানা কর্মসূচির মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াতে কাজ করছেন।
জামায়াতও ভিতরে ভিতরে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। দলটি ১৮ জানুয়ারি রাজশাহীতে বড় জমায়েত করেছে। একাধিক সূত্র নিশ্চিত করেছে জামায়াত রাজশাহীর চারটি আসনে তাদের প্রার্থীকে সবুজ সংকেত দিয়েছে। অন্য দুটি আসনেও প্রার্থী চূড়ান্ত করতে কাজ করছে। দলটির রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা জানান, তারা নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাখছেন। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে তারা আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করবেন। মূলত প্রার্থী বাছাইয়ের কাজটি কেন্দ্র থেকে হয়ে থাকে। এখানে কারও প্রার্থী হওয়ার সুযোগ নেই। দল যাকে মনোনয়ন দেবে, তিনিই প্রার্থী। জামায়াতের নগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল জানান, জামায়াত সাংগঠনিকভাবে সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত। জনসম্পৃক্ততা বাড়াতে তারা এখন আরও বেশি কাজ করছেন। বিগত সময়ে সরকারের জুলুম নির্যাতনের কারণে তারা সাংগঠনিক কাজ প্রকাশ্যে করতে পারেননি।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত জানান, বিএনপি উত্তরাঞ্চলে সবসময়ই শক্তিশালী ছিল। আগামী নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে উত্তরাঞ্চলের ৩৯টি আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন। পাশাপাশি মানুষের কাছাকাছি গিয়ে বিএনপির ৩১ দফা তুলে ধরার কাজটি করছেন নেতা-কর্মীরা। ভিতরে-ভিতরে বিএনপির নির্বাচনি প্রস্তুতি চলছে বলে তিনি জানান।