সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদারীপুরে তিন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে কয়েক সেনা সদস্যের বিরুদ্ধে। খবর পেয়ে জেলায় কর্মরত অন্য সাংবাদিকরা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে এনে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮টার দিকে মাদারীপুর শহরের কুলপদ্দি এলাকায়।
আহত সাংবাদিকরা হলেন- বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ২৪-এর মাদারীপুর জেলা প্রতিনিধি বেলাল রিজভী, বাংলাদেশ টুডে পত্রিকার জেলা প্রতিনিধি এমদাদ খান এবং মাদারীপুর সমাচারের সাংবাদিক শাহাদাত হোসেন জুয়েল। সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের কুলপদ্দী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে সংঘর্ষ চলছে এমন সংবাদ পেয়ে তথ্য সংগ্রহ করতে যায়। সে সময় বাড়িঘর ভাঙচুরসহ এলাকার ভিডিওধারণ করতে থাকে। হঠাৎ করে সেনাবাহিনী একটি টিম এসে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়, সাংবাদিক পরিচয় দিলে তাদের ওপর আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বলে। সাংবাদিক বেলাল রিজভী বলেন, সাংবাদিকদের কাজ যে কোনো ঘটিনার তথ্য সংগ্রহ করে তা নিউজ আকারে প্রকাশ করা। আমরা সেটাই করতে ঘটনাস্থলে গিয়েছিলাম। তখন সাহান নামে এক সেনা অফিসারের নির্দেশে সেনা সদস্যরা আমাদের তিনজনকে নির্যাতন করছে। এটা অন্যায়। আমি এর বিচার চাই। এ ব্যাপারে আইএসপিআর-এর সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খোঁজখবর নেওয়া হবে বলে জানান।