গণমাধ্যম সংস্কার কমিশনপ্রধান কামাল আহমেদ বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা সংরক্ষণ ও এটিকে সমৃদ্ধ করতে প্রেস কাউন্সিল গঠন করা হয়েছিল। কিন্তু প্রেস কাউন্সিল পত্রিকা বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। এ প্রতিষ্ঠানকে কার্যকর করতে নতুন করে ভাবতে হবে। যেখানে সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা
নিশ্চিত করা হবে। সেই সঙ্গে সাধারণ মানুষ, পাঠক, শ্রোতা সংবাদের কারণে কোনোভাবে হয়রানির শিকার হলে তারাও এখান থেকে প্রতিকার পাবেন। গতকাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। কামাল আহমেদ বলেন, বিশে^র বিভিন্ন দেশে প্রেস কাউন্সিল বিভিন্ন নামে রয়েছে। সাংবাদিকদের মতামতের ভিত্তিতে প্রেস কাউন্সিলের নামকরণ করা হবে। এ ছাড়া অনেকে স্থায়ী মিডিয়া কমিশন প্রতিষ্ঠার কথা বলেছেন। এ নিয়েও আমরা ভাবছি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক গীতিআরা নাসরীন, শামসুল হক জাহিদ, বেগম কামরুন্নেসা হাসান, মোস্তফা সবুজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।