রাষ্ট্র সংস্কারের আগে জাতীয় নির্বাচন হলে ৫ আগস্টের হাজার হাজার ছাত্র-জনতার আত্মত্যাগ বিফলে যাবে বলে মন্তব্য করেছেন মুসলিম সমাজের চেয়ারম্যান ও আধিপত্য প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ হোসেন। তিনি বলেন, কোনো অবস্থাতেই রাষ্ট্র মেরামতের আগে জাতীয় নির্বাচন দেওয়া যাবে না। গতকাল রাজধানীর পল্টনে আধিপত্য প্রতিরোধ আন্দোলনের ২০২৫-২৬ সেশনের সম্মেলনে এ কথা বলেন তিনি। সভায় মো. মাসুদ হোসেনকে সভাপতি ও বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা এরশাদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে আরও বক্তব্য রাখেন মো. হারুনুর রশিদ খান, মাওলানা ওবায়দুল হক প্রমুখ।
মাসুদ হোসেন বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও নির্দলীয় নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন ব্যবস্থা গঠন করতে পারিনি। কারণ ভারতের সহযোগিতায় আমাদের স্বাধীনতা অর্জনের কারণে ভারতীয় আধিপত্যবাদী শক্তি স্বাধীনতা পরবর্তী আমাদের রাজনীতি, অর্থনীতি, আইন-আদালত, বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম, নির্বাচন ব্যবস্থাসহ রাষ্ট্রের প্রতিটি অর্গানের ওপর বারবার হস্তক্ষেপ করেছে। ফলে শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেদেরকে বহির্বিশ্বে পরিচিতি করতে পারিনি। এ ছাড়া বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য ছোট বড় রাজনৈতিক দলগুলোর নেতাদের সুকৌশলে তাদের নিয়ন্ত্রণে নিয়েছে।