খুলনায় নভোথিয়েটার, জিয়া পাবলিক হল কমপ্লেক্স ও আধুনিক কসাইখানা নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। সম্প্রতি জমি অধিগ্রহণে জটিলতা, অনিয়ম ও প্রকল্পে অর্থায়নে অনিশ্চয়তায় এসব প্রকল্প বাতিল করা হয়। প্রকল্প বাতিলের প্রতিবাদে গতকাল খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কয়েকটি কর্মসূচি ঘোষণা করা হয়।
এর মধ্যে রয়েছে ২২ জানুয়ারি প্রধান উপদেষ্টা বরাবর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান, ২৪ জানুয়ারি খালিশপুর পিপলস চত্বরে মানববন্ধন ও ২৫ জানুয়ারি সব নাগরিক সংগঠন, পেশাজীবী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা। সংবাদ সম্মেলনে অবিলম্বে প্রকল্প তিনটি বাস্তবায়নে জোর দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, সহসভাপতি নিজামউর রহমান লালু, মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, মিজানুর রহমান বাবু প্রমুখ।, খলিলুর রহমান, সরদার রবিউল ইসলাম রবি।