ইসলামি শিক্ষা আর সাধারণ শিক্ষা কখনোই আলাদা নয় বরং একসঙ্গেই শিক্ষা দেওয়া প্রয়োজন। শিক্ষার এ বিভাজন করেছিল ইংরেজরা, অথচ এত বছর পরও আমরা সে বিভাজন থেকে বের হয়ে আসতে পারিনি। গতকাল রাজধানীর ফার্মগেটে ‘মানসম্মত সমন্বিত শিক্ষার ঐক্যবদ্ধ প্রয়াস’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইন্টিগ্রেটেড এডুকেশন বাংলাদেশ (আইইবি)-এর বার্ষিক শিক্ষা কনফারেন্সে বক্তারা এ কথা বলেন। আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাঈল বরিশালীর সভাপতিত্বে সেমিনারে অংশ নেন দেশ-বিদেশের শিক্ষাবিদ ও গুণীজনরা। কওমি মাদরাসায় জেনারেল শিক্ষায় সমন্বয়ের কাজ করা দাওয়াহ ফাউন্ডেশন, ইসলামিক স্কুলিং নিয়ে কাজ করা মুসলিম এডুকেশন সোসাইটি ও স্কুলে ইসলামিক শিক্ষার সমন্বয় করা আফটার স্কুল মাকতাবের ঐক্যবদ্ধ প্লাটফর্ম আইইবি এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বক্তব্য দেন সমন্বিত শিক্ষার রূপকার শাইখুল হাদিস আল্লামা আজীজুল হক (রহ.)-এর দুই ছেলে মাওলানা মাহমুদুল হক ও মাওলানা মাহফুজুল হক। মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা যাইনুল আবেদীন, মাওলানা হাবীবুর রহমান মুনীর নদভী, প্রফেসর আবদুল আউয়ালসহ দেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও আলেমরা।
বক্তারা বলেন, একজন শিক্ষার্থী একই সঙ্গে আলেম হবে এবং সাধারণ শিক্ষায়ও এনসিটিবির বই পড়ে পরীক্ষা দেবে এবং সেটা হবে একই শিক্ষাপ্রতিষ্ঠানে, এটাই আমাদের কামনা। তাহলে ইনশাআল্লাহ শিক্ষার্থীরা আরও জ্ঞানী ও দক্ষ হয়ে উঠবে। কারিগরি শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণসহ আরও নানা বিষয়ে জোর দেন বক্তারা।