চাষিদের স্বার্থ রক্ষা করে লবণ শিল্পের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে লবণশিল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় এবং পরে চৌফলদণ্ডীতে লবণ মাঠ এবং প্রস্তাবিত লবণ গবেষণা ইনস্টিটিউটের স্থান পরিদর্শন করে তিনি একথা বলেন। এ সময় চৌফলদণ্ডীতে স্থানীয় চাষিদের কাছে তাদের সমস্যার কথা শুনতে চান উপদেষ্টা। চাষিরা বর্তমানে লবণের ন্যায্যমূল্য না পাওয়া, দালাল চক্রের দৌরাত্ম্য, চাষের জন্য খাসজমি বন্দোবস্তি না পাওয়াসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। এ সময় উপদেষ্টা বলেন, লবণ উৎপাদন বৃদ্ধির জন্য সরকার পাইলট প্রকল্প হাতে নিয়েছে। চৌফলদণ্ডীতে লবণ গবেষণা ইনস্টিটিউট হচ্ছে। এ ছাড়াও চাষিরা যেন লবণের ন্যায্যমূল্য পান সে বিষয়ে সরকার কাজ করছে বলে জানান। বিসিক জানিয়েছে, চৌফলদণ্ডীতে ৩০ একর জায়গায় লবণ গবেষণা ইনস্টিটিউট নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে ১৫৪ কোটি টাকা।
প্রকল্প প্রস্তাবটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে আছে। এ ছাড়াও লবণ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চৌফলদ ীতে ভারত, চীন, জাপানের চাষপ্রযুক্তি লবণ উৎপাদনের একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করছে লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়।