বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতায় এবং রোটিরি ক্লাব অব বারিধারার তত্ত্বাবধানে মানিকগঞ্জে চক্ষু রোগীদের বিনামূল্যে সেবা দেওয়া হয়েছে। গতকাল দিন ব্যাপি এই চক্ষু চিকিৎসায় বসুন্ধরা ভিশন কেয়ার এবং বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা প্রদান করেন। এ সময় রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র, ওষুধ, চশমা দেওয়াসহ বিভিন্ন সহযোগিতা করা হয়। জেলার সিংগাইরের বায়রা কলেজ, সিংগাইর গার্লস হাই স্কুল ও মানিকনগর মাহমুদিয়া দাখিল মাদরাসা থেকে প্রায় তিন হাজার লোক বিনা মূল্যে চক্ষুসেবা নেন।
সেবা নিতে আসা কাজলী আক্তার (৬০) জানান, তিনি তাঁর মা রোকেয়া বেগমকে (৯৫) নিয়ে এসেছেন। তিনি জানান, তার মায়ের অনেক দিন ধরে চোখে সমস্যা। আজ বিনা পয়সায় ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়েছেন।
ম্যাংগো গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান, রোটারি ক্লাব অব বারিধারার সভাপতি ও বায়রা ডিগ্রি কলেজের সভাপতি ইঞ্জিনিয়ার এ মান্নান বলেন, গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় কাজ করছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং রোটিরি ক্লাব অব বারিধারার। তিনি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান। এ সময় রোটারি ক্লাব বারিধারার সাবেক সভাপতি এম ফসিহুর রহমান, ড. জাফরুল ইসলাম, টি আর এফ পরিচালক শ্রী দীপক কুমার বড়াল, সহ-সভাপতি মিতা ম ল, বায়রা কলেজের গভর্নিং বডির সদস্য মো. আবদুল মান্নান মিয়া, মো. আরব আলী ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।