পরিচালক আবদুল্লাহ আল জাহিদকে মহাপরিচালক পদে পদোন্নতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আবদুল্লাহ আল জাহিদ ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। দুর্নীতি প্রতিরোধ বিষয়ে তিনি থাইল্যান্ডের এআইটি এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ে মালয়েশিয়া থেকে কোর্স সম্পন্ন করেন। তিনি চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আমেরিকার আটলান্টায় বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।