রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে ১০ কাঠার দুটি সরকারি প্লট গ্রহণে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা এবং ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পৃথক মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আগামী ১৫ এপ্রিল ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত মামলাটির এজাহার গ্রহণ করে এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলা দুটি করা হয়।
প্রথম মামলায় শেখ হাসিনাসহ আটজন ও দ্বিতীয় মামলায় জয়সহ ১৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দন্ডবিধি আইনের ১৬১, ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
প্রথম মামলায় আটজনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য শফিউল হক, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন, সদস্য (উন্নয়ন) মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সদস্য মোহাম্মদ খুরশীদ আলম ও উপপরিচালক নায়েব আলী শরীফ।
অন্যদিকে দ্বিতীয় মামলায় ১৫ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিরা হলেন- সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন ও সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার। এ ছাড়া রয়েছেন রাজউকের সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য তন্ময় দাস, (উন্নয়ন নিয়ন্ত্রণ), সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন, সদস্য (উন্নয়ন) মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক মো. কামরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ ও পরিচালক মো. নুরুল ইসলাম।