দলীয় নির্দেশনা অমান্য করে নোয়াখালীর হাতিয়ায় মোটরসাইকেল শোডাউন করায় বিএনপি চট্টগ্রাম বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীমকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে শামীমকে শোকজ করা হয়েছে। যদিও বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়নি। বিএনপির কেন্দ্রীয় দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
চিঠি প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে শামীমকে অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গত সোমবার (১৩ জানুয়ারি) প্রায় হাজারখানেক মোটরসাইকেল নিয়ে শো-ডাউন করায় দ্বীপ উপজেলা হাতিয়ার রাস্তায় দেখা দেয় তীব্র যানজট, এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।