ইন্টারনেট, মোবাইল সেবা, ওষুধ, পোশাক, টয়লেট টিস্যুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার ওপর নতুন করে ধার্য করা ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা; ব্যাংকখেকো, ঋণখেলাপিদের থেকে টাকা ও সম্পদ উদ্ধার, অতিরিক্ত ভ্যাট আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবি’তে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানান খেলাফত আন্দোলনের নেতারা। দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, কেন্দ্রীয় নেতা মুফতি সুলতান মহিউদ্দিন প্রমুখ। হাবিবুল্লাহ মিয়াজী বলেন, এই করের বোঝায় জনগণ আরও পিষ্ট হবে। আমরা চাই না এ দেশের জনগণের ওপর আর কোনো বোঝা চাপুক। এই সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাব- আপনারা জনগণের ক্ষতি করা থেকে বিরত থাকুন। এমন কোনো কাজ করবেন না, এমন কোনো ট্যাক্স এবং কর বৃদ্ধি করবেন না যার জন্য জনগণের ক্ষতি হয়।
এ দেশের সব শ্রেণির জনগণ মিলে ৫ আগস্ট নতুন করে দেশকে স্বাধীন করেছে। ৫ আগস্টের স্বাধীনতা কোনো একক গোষ্ঠীর জন্য নয়। এ দেশের জনগণ, সব শ্রেণির মানুষ দলমত নির্বিশেষে রাস্তায় নেমে এসে এই স্বাধীনতা অর্জন করেছে। তাই আমরা বলতে চাই, এই স্বাধীনতা যেন আমরা নষ্ট না করি। সরকারের কাছে উদাত্ত আহ্বানথ- কর ও শুল্ক বৃদ্ধির এই জনবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন।