নওগাঁর পোরশায় জমিজমা-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইদুর রহমান (৪০) নিহত হয়েছেন। গতকাল দুপুরে নিতপুর বালাশহিদ এলাকার দক্ষিণ মাঠে আবাদি জমির মাপজোককে কেন্দ্র করে প্রতিপক্ষ তাকে ছুরিকাঘাতে হত্যা করে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নিতপুর ইউপির বালাশহিদ মৌজার দক্ষিণে রনশদা এলাকায় জমি নিয়ে গোপীনাথপুর গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে আবদুর রহিম (৫৭), রহিমের ছেলে ইসমাইল হোসেন (৩০) ও বারকুল্লার (২৫) সঙ্গে বিরোধ চলছিল বিএনপি নেতা মাইদুর রহমানের। এরই জেরে এই হত্যাকা- ঘটে।
গতকাল দুপুরে মাইদুর রহমান ওই জমি মাপজোকের সময় রহিম ও তার ছেলের সঙ্গে কথা কাটাকটি হয়। একপর্যায়ে মাইদুরকে ছুরিকাঘাত করেন তারা। এ সময় অন্যরা তাকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তার ভাই হামিদুল (৩৫) আহত হন।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে। আসামিরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।