রংপুরের বিভিন্ন সরকারি অনুষ্ঠানে পতিত হাসিনা সরকারের আমলের গুণগান প্রচার করা হচ্ছে। বিষয়টি যখন সাধারণের নজরে আসে তখন এসব প্রচারণা ভুলবশত প্রচার করা হয়েছে বলে দাবি করা হয়। আসলে শেখ হাসিনার প্রচারণা ভুল নাকি বিগত ফ্যাসিস্ট সরকারের অনুগতরা ইচ্ছা করে এসব করছেন, এনিয়ে অনেকের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। চলছে আলোচনা-সমালোচনা। ইত্যোমধ্যে এ ধরনের প্রচারণার জন্য তিন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গেছে, সম্প্রতি পাবলিক লাইব্রেরি মাঠে রংপুরে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত তথ্যমেলায় পতিত শেখ হাসিনার বাণী-সংবলিত লিফলেট বিতরণের ঘটনায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে বদলি ও একজনকে সাময়িক বরখাস্ত করেছে সংশ্লিষ্ট দপ্তর। সোমবার রংপুরে প্রি-পেইড মিটারবিষয়ক সভায় মুজিববর্ষের লোগো ব্যবহার করায় বিক্ষোভের মুখে পণ্ড হয়ে যায় সভা। প্রি-পেইড মিটার স্থাপন নিয়ে মতবিনিময় সভাটির আয়োজন করে নেসকো। সংস্থাটির পক্ষ থেকে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের একটি স্লাইডে মুজিববর্ষের লোগো দেখতে পেয়ে সভায় অংশগ্রহণকারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একই দিন রংপুরের মিঠাপুকুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলায় শিক্ষার্থীদের পরিচয়পত্রে শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের ছবি থাকা নিয়ে পুরো উপজেলায় তোলপাড় শুরু হয়। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, তথ্য মেলার ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার কাছে সুপারিশ করেছিলাম। এর ভিত্তিতে তিন কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে। প্রিপেইড মিটারের সভায় প্রেজেন্টেশনে মুজিববর্ষের লোগো ব্যবহার একেবারে অগ্রহণযোগ্য।
নেসকো রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম ম ল বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং আমি দুঃখ প্রকাশ করছি।