শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধির পরিকল্পনা বাতিল এবং গ্যাসসংকট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রি এক্সিকিউটিভ ফোরামের (আইইএফ) নেতৃবৃন্দ। তারা আরও জানান, গ্যাসের দাম ঘনঘন বৃদ্ধি করে শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হলে মালিকরা তা মেনেও নেন। কিন্তু এরই মধ্যে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকতে না পেরে দেশের অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে যায়। বেশ কিছু কারখানা বন্ধ হওয়ার পথে আছে। গত শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে আইইএফ আয়োজিত এক সভায় বক্তারা এসব কথা বলেন।
এতে বক্তারা আরও বলেন, আমদানিনির্ভর না হয়ে গ্যাসের অভ্যন্তরীণ উৎস সন্ধান এবং উন্নত কারিগরি ব্যবস্থা নিশ্চিত করে গ্যাসের জন্য নিরাপদ ও অর্থসাশ্রয়ী পদ্ধতি বের করতে হবে। আর গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব বাস্তবায়ন করা হলে শিল্প ধ্বংস হবে। কর্মসংস্থান ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় বন্ধ হবে। গ্যাসের মূল্য নির্ধারণের ক্ষেত্রে গ্রাহকদের মতামত অন্তর্ভুক্ত করে সংস্কারের মাধ্যমে ন্যায্যমূল্য নির্ধারণ করতে হবে।