বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে তিন মাসব্যাপী প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের বেকার যুবসমাজকে কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরে বিশেষ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। ফলে দেশের পাশাপাশি বিদেশেও কর্মসংস্থান হচ্ছে এই জনশক্তির। গতকাল সকাল ১১টায় তিন মাসব্যাপী পরিচালিত ‘রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনং এবং ইলেকট্রনিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেন্যান্স’ (লেভেল-১) প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন প্রশিক্ষকরা। দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ এলাকায় এ শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের ইনচার্জ মেজর (অব.) মো. গোলাম হায়দার। প্রধান অতিথি ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এডুকেশন প্রোগ্রাম ফ্রেন্ডশিপ প্রজেক্টের রেজা আহমেদ। উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ প্রজেক্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অলিভ হুসাইন (অলিভ)। মেজর (অব.) গোলাম হায়দার বলেন, বসুন্ধরা গ্রুপ এই সেক্টরে প্রশিক্ষণ দিয়ে যুবকদের দক্ষতা বৃদ্ধি করেছে।
এখানে প্রশিক্ষণ নিয়ে জীবনে কোথাও চাকরিতে গেলে এই প্রতিষ্ঠানের সনদ দেখে চাকরি ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন শিক্ষার্থীরা। তিনি জানান, প্রতিষ্ঠানটিতে রয়েছে ৭০০ সদস্যের আবাসিক থাকা-খাওয়ার ব্যবস্থা। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের দেশে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এ ছাড়া দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে একটি উন্নত বাংলাদেশের লক্ষ্য পূরণেও ভূমিকা রেখেছে।
এয়ার কন্ডিশনিং এবং ইলেকট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ পরিচালিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ৩৬০ ঘণ্টার কারিগরি ও কর্মজীবন উন্নয়নমূলক পাঠ প্রদান করা হয়।
বসুন্ধরা গ্রুপ এবং ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।