রাজধানীতে পৃথক অভিযানে ৯ ছিনতাইকারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার রাতে মিটফোর্ড হাসপাতালের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তারা হলেন মো. সুমন, মো. ওসমান গনী, মো. সোহেল ও মো. আলামিন। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারতরা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য।
তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করত বলে স্বীকার করেছে।
পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, শুক্রবার রাতে পল্লবীর কালশী এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। তারা হলেন মো. রায়হান, মো. শুভ ও মো. রানা ইসলাম। গ্রেপ্তারকৃরা গত ২ জানুয়ারি রাতে পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকার কালশী মোড়ে ট্যাম্পোস্ট্যান্ডে আনোয়ার মিয়া নামে এক ডেলিভারিম্যানের গতিরোধ করে। ছিনতাইকারীরা দেশি অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় আনোয়ার মিয়া বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা করেন। ওই মামলার তদন্তে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।
এদিকে, শুক্রবার রাতে ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি-তেজগাঁও বিভাগ। তারা হলেন মো. বশির হাসান ও মো. সাইফুল ইসলাম।