বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশের মানুষ এখন সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় আছেন। গণমানুষের সেই জনআকাক্সক্ষা পূরণের জন্য জামায়াত-শিবিরকে আবারও ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী, সাথী ও সদস্যদের মিলনমেলায় এ কথা বলেন তিনি।
আল্লাহ ও দেশবাসী জামায়াতকে ক্ষমতা দিলে আমরা রাজা না হয়ে জনগণের সেবক হব। এ জমিনে ইসলাম বিজয়ের পতাকা না উড়ানো পর্যন্ত যে কোনো ত্যাগ ও কোরবানি দিতে জামায়াত-শিবিরের প্রতিটি নেতা-কর্মী সবসময় প্রস্তুত আছেন। ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও জামায়াতের বগুড়া অঞ্চল প্রধান অধ্যাপক নজরুল ইসলাম।