এনআই অ্যাক্ট মামলার রায়ের ভিত্তিতে আদালত প্রদত্ত লেভী ওয়ারেন্টভুক্ত টাকা দীর্ঘদিন ধরে আটকিয়ে রেখে ভোগান্তিসহ অন্যায় লাভের দাবির অভিযোগ করছেন এক ভুক্তভোগী। এ ধরনের অভিযোগ আনেন কক্সবাজার শহরের টেকপাড়ার উচ্চশিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তা প্রফেসর আখতার আলম। ছৈয়দ নুরকে তিনি ১৫ লাখ টাকা হাওলাদ দেন। যথাসময়ে অর্থ পরিশোধ না করায় চেক ডিজঅনার হওয়ায় হাওলাদি টাকা প্রাপ্তির জন্য মামলা করলে জেলা দায়রা জজ ১ম আদালত ছৈয়দ নুরকে ১ বছরের সাজা ও ১৫ লাখ টাকা জরিমানা করে ডিক্রি প্রদান করে।
উক্ত টাকা আদায়ের জন্য একই আদালতে আবেদনের প্রেক্ষিতে ছৈয়দ নুরের সম্পত্তি ক্রোকাবন্ধ করে ৩০ দিনের মধ্যে প্রদান করার জন্য নির্দেশ দানে ১২ এপ্রিল ২২ সালে লেভী ওয়ারেন্ট ইস্যু করে। ছৈয়দনুরের নামে অধিগ্রহনকৃত জমির অর্থের অংশ ক্রোকাবন্ধ করে লেভী ওয়ারেন্টমুলে প্রাপ্তির জন্য আবেদন সত্ত্¦েও ঘুষ বাণিজ্য সিন্ডিকেটের কারণে এখনো টাকা বুঝে পায়নি। যা আদালতের প্রতি এক প্রকার অবজ্ঞা বলে মনে করেন ভুক্তভোগী।
এব্যাপারে ভুক্তভোগী আখতার আলম সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।