বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ এবং ভুয়া নথি দিয়ে বসবাস করার অভিযোগে এক পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের বনগাঁ থানার পুলিশ। গতকাল বনগাঁ থানার অন্তর্গত রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নান্নু মৃধা (৫০), তার স্ত্রী আসমা মৃধা (৪৪), তিন মেয়ে আলিজা কুরেসি (২৫), পূর্ণি মৃধা (২২) এবং রিয়া মৃধা (১৯)। বড় মেয়ে বিবাহিত, তার একটি পুত্র সন্তানও রয়েছে। নান্নু মৃধার বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকার বেরনবেড়িয়ায়। গ্রেপ্তারের সময় নান্নু মৃধার কাছ থেকে ভারতে প্রবেশের কোনো বৈধ নথি পাওয়া যায়নি। অন্যদিকে নান্নুর স্ত্রী ও কন্যা সন্তানদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ডসহ পরিচয়পত্র পাওয়া যায়। যদিও প্রাথমিকভাবে পুলিশের অনুমান সেগুলো সবই ভুয়া। নান্নুর বিরুদ্ধে ১৪ ফরেনার্স অ্যাক্টে এবং বাকিদের বিরুদ্ধে ১৪সি ফরেনার্স অ্যাক্টে মামলা হয়েছে। উল্লেখ্য, এর আগেও ভারতের বিভিন্ন স্থান থেকে এ ধরনের অভিযোগে বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করা হয়েছে।