বিএফইউজের মহাসচিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরী বলেছেন, ‘ফ্যাসিবাদের কবলে পড়ে গণমাধ্যম তার গণমুখী যে সংস্কৃতি তা হারিয়ে ফেলেছে। গত ১৫ বছরে গণমাধ্যম ফ্যাসিবাদের দালালি করেছে, তোষামোদী করেছে। জুলাই আন্দোলনে অনেক গণমাধ্যম সাফাই গেয়েছে। ১৫ বছর গণমাধ্যম সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারেনি। এ কারণে বাংলাদেশের গণমাধ্যম আস্থাসংকটে পড়েছে; যার ফলে মানুষ আর গণমাধ্যমের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সাধারণ মানুষের গালি খাওয়ার তালিকায় এখন পুলিশ ও ডাক্তারদের ওপরে সাংবাদিক। এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে।’ গতকাল রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে আয়োজিত বিভাগীয় সাংবাদিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। রংপুর টাউন হলে সাগর-রুনি হত্যাকাে র বিচারসহ সাংবাদিকদের অধিকার ও সুরক্ষার দাবিতে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি, দৈনিক দিনকালের ব্যুরোপ্রধান সালেকুজ্জামান সালেক। বক্তব্য দেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাসসের পরিচালনা পর্যদ সদস্য মমতাজ শিরিন ভরসা। এর আগে পৌনে ১২টার সময় সমাবেশের উদ্বোধন করেন জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র গর্বিত মা, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য শামসি আরা জামান কলি। স্বাগত বক্তব্য দেন সাংবাদিক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রেজাউল করিম মানিক।
কাদের গণি চৌধুরী আরও বলেন, ‘সাংবাদিকতা একটি মহৎ পেশা। যাদের কাজ মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। সাংবাদিকরা হলেন সবচেয়ে বড় মানবাধিকারকর্মী, কেননা তাঁরা মানুষের দুঃসময়ে পাশে থাকেন। এজন্য গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। কিন্তু সেটি কি হতে পেরেছে গণমাধ্যম? গত ১৫ বছরে অনেক সুন্দর সুন্দর চকচকে পত্রিকা বের হয়েছে। সেসব পত্রিকার অধিকাংশ দলীয় লিফলেট ও রাজনৈতিক উদ্দেশ্যে বেরিয়েছে। পরে রাজনীতিতে ব্যবহার হয়েছে; যার কারণে বাংলাদেশের সাংবাদিকতা শুধু পচনমুখী নয়, পতনমুখীও।’ পরে সমাবেশে গৃহীত সুপারিশমালা সরকার এবং গণমাধ্যম সংস্কার কমিশনের কাছে পেশ করার জন্য প্রস্তাবাবলি পাঠ করা হয়।
সমাবেশে আরও বক্তব্য দেন রংপুর বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক আবু জাফর, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশের সিটিএসবি প্রধান হাবিবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্যসচিব আনিছুর রহমান লাকু, সিটি প্রেস ক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী, মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শিউলি বেগম প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন আরপিইউজে সাধারণ সম্পাদক, যমুনা টেলিভিশন ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার এবং ব্যুরোপ্রধান সরকার মাজহারুল মান্নান।
সাংবাদিক সমাবেশ থেকে সাংবাদিক দম্পতি সাগর-রুনি, ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পাঁচ সাংবাদিকসহ দেশের সব সাংবাদিক হত্যাকাে র সুষ্ঠু তদন্ত করে বিচার, সাইবার নিরাপত্তা আইনসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব নিবর্তনমূলক আইন বাতিল, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবি জানানো হয়।