শ্রীনগর থানা ঘেরাও করে গারদ ভেঙে আটক যুবদল নেতা মো. তরিকুল ইসলামকে ছিনিয়ে নিয়ে গেছেন বিএনপি নেতা-কর্মীরা। এ সময় তাদের হামলায় আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল। গতকাল রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে একটি মামলার আসামি যুবদল নেতা মো. তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। রাত ১০টার দিকে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ গ্রুপের প্রায় ১০০-১৫০ লোক থানায় আক্রমণ করে গারদ ভেঙে তরিকুলকে ছিনিয়ে নিয়ে যায়।
শ্রীনগর থানার ওসি জানান, কনস্টেবলকে মারধর এবং আসামি ছিনতাই করার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।