রাজশাহীর চারঘাটে আওয়ামী লীগ নেতাকে কুপিয়েছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন। স্থানীয় বিরোধের জের ধরে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোজাম্মেল হককে কুপিয়েছে বলে জানিয়েছেন চারঘাট থানা পুলিশ। গুরুতর আহত তোজাম্মেল হককে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, পিরোজপুর গ্রামের রুস্তম আলীর সঙ্গে একই এলাকার মামুনুর রশিদের বিরোধ ছিল। তারই জের ধরে গত বৃহস্পতিবার বিকালে কাঁকড়ামারী বাজারে রুস্তম আলীর সঙ্গে মামুনের বিরোধ সৃষ্টি হয়। এ সময় তোজাম্মেল হক রুস্তম আলীর পক্ষ নিয়ে মামুন গ্রুপের সঙ্গে বিরোধে জড়ায়।
পরে বাজারে থাকা উপস্থিত লোকজন তাদের সরিয়ে দিলে পরিবেশ শান্ত হয়।
এদিকে কাঁকড়ামারী বাজার থেকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তোজাম্মেল হক মোটরসাইকেল নিয়ে চারঘাট-বাঘা মহাসড়কের এছেরের বটতলায় পৌঁছলে প্রতিপক্ষ মামুন গ্রুপের লোকজন তার পথরোধ করে। পরে তোজাম্মেল হককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।