দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও সুসংহত করার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। গতকাল পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা থেকে এ আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে ভারত বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে। সীমান্তের মিয়ানমার অস্থিতিশীল। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া চ্যালেঞ্জের সম্মুখীন। দেশে বিভিন্ন সংস্কার কার্যক্রম চলমান। এ অবস্থায় সব পক্ষকে সহনশীল আচরণ প্রদর্শন করতে হবে।
দলগুলোর বিভেদ দেশবিরোধী অপশক্তির রসদ জোগান দেবে; ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে। দলের আমির মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলিল, আবদুল হাফিজ খসরু প্রমুখ।