মহাভারতের দ্রৌপদী চরিত্রকে অবলম্বন করে নাটকের দল থিয়েটার শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করল নাটক ‘দ্রৌপদী পরম্পরা’। এটি ছিল দলের ৪০তম প্রযোজনার নাটক। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন প্রবীর দত্ত।
নাটকে দেখা যায়, মহাভারতের ‘দ্রৌপদী’ এ প্রজন্মের কাছে ফিরে এসেছে নতুন জীবন জিজ্ঞাসার উত্তর খুঁজতে। অতৃপ্ত হৃদয়াকুতির বেদনা নাটকের চালিকাশক্তি। দ্রৌপদীর অপ্রকাশিত কথাগুলোই যেন আজকের সমাজ বাস্তবতায় অবশ্যম্ভাবী। অর্জুন কি সত্যিই তাকে ভালোবেসেছে নাকি মৎস্যচক্ষুভেদ খেলার পরীক্ষায় বিজয়ী বীর হতে চেয়েছে? আবার দ্রৌপদীই কেন প্রতিবাদ না করে মঞ্চ স্বামী গ্রহণ করেছে। এমনি নানা মানবিক জটিলতায় এগিয়ে যায় নাটকটি।
কিন্তু মহাভারতে জিজ্ঞাসার ঊর্ধ্বে বিরাজ করলেও আজকের বিদ্যমান বাস্তবতায় রাজনীতি ও দুটি ধর্মের নেতৃত্বে দ্রৌপদী আবার সমকালের ঘেরাটোপে বন্দি হয়ে পড়ে। জীবনের নিগ্রহ আবার নতুনরূপে জেগে ওঠে। শেষ পর্যন্ত এ সমাজের কাছে প্রশ্ন হয়ে দাঁড়ায় অতীত ভেঙে আসা এ নারী সত্যিই দ্রৌপদী কি না? দ্রৌপদীকে মুখোমুখি হতে হয় আরেক সত্যের। অতএব আবার দ্রৌপদীর বস্ত্রহরণ করা হবে।
যদি এ দ্রৌপদী সত্যি মহাভারতের দ্রৌপদী হয় তবে নিশ্চয় কৃষ্ণ এসে বস্ত্র দিয়ে উদ্ধার করবেন। এমনি এক প্রশ্নের সামনে দাঁড়ায় নারীর সম্ভ্রম। এভাবেই এগিয়ে চলে নাটকের কাহিনি।
বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইউশা আনতারা প্রপা, আকেফা আলম, রিজভীনা মৌসুমী, রফিকুল ইসলাম রফিক, তৌহিদুল ইসলাম বাদল, শাহরিয়ার ইসলাম, তুহিন চৌধুরী, শংকর চন্দ্র সরকার, লেনিন ফিরোজী, আরিফ রাব্বানী, প্রবীর দত্ত প্রমুখ।