২০১৮ সালে রাজধানীর রমনা মডেল থানায় করা নাশকতার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৭৩ নেতা-কর্মীকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
গতকাল মামলাটির অভিযোগ গঠন পর্যায় থেকে সব আসামিকে অব্যাহতি দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৬ এর বিচারক শিহাবুল ইসলাম। খালাস পাওয়াদের মধ্যে অন্য উল্লেখযোগ্যরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, সহদপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি, নবী উল্লাহ নবী ও আনিন্দ্য ইসলাম অমিত।