রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিপন্ন প্রজাতির আটটি মুখপোড়া হনুমান উদ্ধারসহ বন্যপ্রাণী পাচারকারী চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- রফিকুল ইসলাম (৪৩) ও রবিউল ইসলাম সোহাগ (৩০)। গতকাল ভোরে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির ওয়ারী বিভাগ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, পাচারকারী চক্রের কিছু সদস্য বিপন্ন প্রজাতির কিছু বন্যপ্রাণী পাচার করার জন্য যাত্রাবাড়ী এলাকা হয়ে যাচ্ছে বলে গোপন তথ্য পাওয়া যায়।
পরে কাজলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আটটি মুখপোড়া হনুমান উদ্ধারসহ সেই পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা ওই বিপন্ন প্রজাতির হনুমানগুলো চট্টগ্রামের পার্বত্য এলাকা থেকে সংগ্রহ করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২-এর ৩(১) এবং ১২(১) ধারা, একই সঙ্গে ৩৪(খ) এবং ৩৯ ধারায় তাদের ৬ হাজার টাকা অর্থদণ্ড ও ২১ দিনের কারাদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেন। আর উদ্ধার করা হনুমানগুলোকে যথাযথ প্রক্রিয়ায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।