গাজীপুরে বকেয়া পাওনার দাবিতে ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেছেন। গতকাল বিকালে গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তায় বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ সড়ক প্রদক্ষিণ করেন।
ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা আমাদের নায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আর কোনো টালবাহানা চাই না, আমরা আমাদের পাওনাদি চাই।
বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর শাখার সভাপতি সফিউল আলম বলেন, শ্রমিক-কর্মকর্তা ও কর্মচারীদের বকেয়া রবিবারের মধ্যে পরিশোধ করতে হবে। না হলে সোমবার ঢাকায় শ্রম ভবন ঘেরাও করা হবে।
এ ব্যাপারে ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের মালিকপক্ষের কারও বক্তব্য সংগ্রহ করা যায়নি।