ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে অংশ নিয়েছেন জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থানের কারণে বয়কট হওয়া আইন বিভাগের চারজন শিক্ষক। এতে বিক্ষুব্ধ হয়ে অফিস কক্ষে তাদের তালাবদ্ধ করে রাখেন বিভাগের শিক্ষার্থীরা। ওই চার শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন তারা। গতকাল দুপুরে ওই চার শিক্ষককে অবরুদ্ধের ঘটনা ঘটে। পরে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ এসে তাদের অবরুদ্ধাবস্থা থেকে মুক্ত করেন।
বয়কট হওয়া শিক্ষকরা হলেন- আইন বিভাগের অধ্যাপক ড. রহমতুল্লাহ, অধ্যাপক ড. জামিলা আহমেদ চৌধুরী, আজহার উদ্দিন ভূঁইয়া এবং শাহরিমা তানজিম অর্ণি। এদিকে আইন বিভাগের অফিসে ওই চার শিক্ষকের স্থায়ী বহিষ্কারের ছয়টি কারণ সম্বলিত স্মারকলিপি উপ-উপাচার্যকে (প্রশাসন) দিয়েছেন শিক্ষার্থীরা।
পরে উপ-উপাচার্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরুদ্ধাবস্থা থেকে মুক্ত হন ওই চারজন শিক্ষক।