ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার বলেছেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য স্থিতিশীল পরিবেশ রয়েছে। বাংলাদেশকে এই অঞ্চলে একটি শক্তিশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে ইউরোপীয় ইউনিয়ন শক্ত হাতে কাজ করবে। গতকাল বিকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নিকোলা বিয়ার বলেন, ঢাকায় এসে বিভিন্ন মন্ত্রণালয় এবং নাগরিক গোষ্ঠীর কাছ থেকে চ্যালেঞ্জ এবং এই দেশের ভবিষ্যৎ নিয়ে তাদের নিজস্ব পরিকল্পনার কথা শুনতে পেরে আমি খুবই আনন্দিত। চলতি বছরে বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ ইস্যুতে নতুন চুক্তি হবে। পাশাপাশি কোন কোন খাতে বিনিয়োগ করা যায় তাও খতিয়ে দেখা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের জনগণের ওপর নির্ভর করবে। তারা ঠিক করবে। তিন দিনের সফরে গতকাল ঢাকায় আসেন ইআইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার। এই সফরে ইউরোপের দেশগুলোর জোটের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান অংশীদারত্ব পর্যালোচনা, বিনিয়োগ সহযোগিতাসহ সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সফরকালে নিকোলা বিয়ার নীতি অগ্রাধিকার, সমালোচনামূলক কাঁচামাল, ইইউ বহুবার্ষিক আর্থিক কাঠামো (এমএফএফ) এবং দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং পূর্ব এশিয়ায় অর্থায়ন কার্যক্রমের তত্ত্বাবধান করবেন।
এই সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। দ্বিপক্ষীয় বৈঠক করবেন জ্বালানি ও বিদ?্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফজলুল কবির খান, বন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গেও বিশেষ বৈঠকের কথা রয়েছে নিকোলার। পাশাপাশি ঢাকায় কর্মরত ইউরোপের বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গেও বৈঠকে বসতে পারেন নিকোলা বিয়ার।