সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই অভ্যুত্থানে প্রচারিত বিভিন্ন শিল্পীর কার্টুন, পোস্টার ও ইতিহাসের অংশ হয়ে উঠেছে। সেসব শিল্পকর্ম নিয়েই শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে শিল্পী দেবাশিস চক্রবর্তীর ‘পোস্টারে জুলাই অভ্যুত্থান’ শীর্ষক লাইভ ও এআর-ভি আর (অগমেন্টেড-ভারচুয়াল রিয়েলিটি) ইন্টার্যাকটিভ প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হয় এ প্রদর্শনী। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জাতীয় চিত্রশালা ভবনের ৫ নং গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে। ১৩ দিনের এ প্রদর্শনী ১৯ জানুয়ারি শেষ হবে।
উল্লেখ্য বাংলাদেশের শিল্প ও গণঅভ্যুত্থানের গুরুত্ব বিবেচনায় শিল্পী দেবাশিস চক্রবর্তীর জুলাই অভ্যুত্থানে করা শতাধিক পোস্টারের মধ্য থেকে বাছাইকৃত ২০টি পোস্টার স্থান পেয়েছে এ লাইভ ও এআর-ভিডিওর প্রদর্শনীতে।