দীর্ঘ ১০ বছর ৬ মাস আইনি লড়াইয়ের পর বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক, প্রকাশক ও সাতক্ষীরা প্রতিনিধির বিরুদ্ধে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ. ফ. ম রুহুল হকের দায়ের করা ৫০ কোটি টাকার মানহানি মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।
গতকাল দুপুরে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ আদালত-২ এর বিজ্ঞ বিচারক মো. বিল্লাল হোসেন জনাকীর্ণ আদালতে যুক্তিতর্ক শেষে মামলাটি খারিজ করে রায় দেন। মামলাটির বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. গোলাম মোস্তফা।
তার সহযোগী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন অ্যাড. আজহার হোসেন ও অ্যাড. আরিফুর রহমান আলো। রায় শেষে অ্যাড. গোলাম মোস্তফা জানান, গত ২০১৪ সালের ৩ এপ্রিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম পাতায় ‘সাবেকদের আমলনামা’ ‘সাতক্ষীরাকে দেশ বিচ্ছিন্ন করেছিলেন রুহুল হক’ শিরোনামে তৎকালীন সাতক্ষীরা-৩ আসনের এমপি স্বাস্থ্যমন্ত্রী ডা. আ. ফ. ম রুহুল হকের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়।