ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের শতভাগ আবাসিকীকরণ নিশ্চিত করার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে প্রতীকী অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। বিষয়টি সমাধানে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় যাবে প্রশাসন। গতকাল বেলা ১১টায় উপাচার্যের বাসভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। বিকাল সাড়ে ৪টার দিকে শর্ত সাপেক্ষে আলোচনায় বসার সিদ্ধান্তে রাজি হয়ে কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া সুলতানা প্রমি বলেন, ‘বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা করা হবে বলা হয়েছে। তবে আমরা তিনটি শর্তে আলোচনায় যাব- অস্থায়ী আবাসনের কী ব্যবস্থা করবে একটা সিদ্ধান্ত নেবে; প্রয়োজন এবং আর্থিক সামর্থ্যরে ভিত্তিতে কাদের সিট জরুরি অ্যাপ্লিকেশন কল করে ডিপার্টমেন্টভিত্তিক বিজ্ঞপ্তি দিতে হবে; নতুন হল মূল ক্যাম্পাসেই হবে মাস্টারপ্ল্যান অনুযায়ী নিশ্চিত করে কোথায় হবে জানাতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের শিক্ষার্থী ইসরাত জাহান ইমু বলেন, ‘প্রশাসন আগে আমাদের শর্তগুলো পূরণ করবে তার পরই আমরা আলোচনায় যাব। আমরা আগামী বৃহস্পতিবার সকাল পর্যন্ত অপেক্ষা করব। যদি দেখা যায় তারা কোনো শর্তপূরণে অপারগতা দেখিয়েছেন তাহলে আমরা বৃহস্পতিবার সকাল থেকেই আবার অনশনে বসব।’