দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, অনতিবিলম্বে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরুন। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। দেশ ভালো চলবে নাকি খারাপ চলবে, তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ওপর। গতকাল সন্ধ্যায় বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও নিউক্লিয়াস প্রধান সিরাজুল আলম খানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
‘রাষ্ট্র সংস্কার ও সিরাজুল আলম খান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ‘সিরাজুল আলম খান (এসএকে) ও রিসার্চ ইনস্ট্রিটিউট। সংগঠনের সভাপতি আবু সাঈদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফারাহ খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জেআই খান পান্না, বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ প্রমুখ। এসময় বক্তারা বলেন, আমরা এমন একটি সরকার চাই যারা ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারবে। গণতান্ত্রিক সরকার চাই-ভোটে নির্বাচিত সরকার চাই।