ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থীদের শতভাগ আবাসিকীকরণ নিশ্চিতের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে প্রতীকী অনশনের ঘোষণা দিয়েছেন নারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সমস্যা দূরীকরণে দাবি ডাকসু নির্বাচনেরও। গতকাল বিকালে ঢাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। শিক্ষার্থীরা জানান, আজ সকাল ১০টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে প্রতীকী অনশন করবেন তারা। এতে অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের আবাসন বঞ্চিত নারী শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের শিক্ষার্থী ইসরাত জাহান ইমু। তিনি বলেন, গত ২৯ ডিসেম্বর নারী শিক্ষার্থীরা শতভাগ আবাসিকীকরণের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। তিনি বলেন, অস্থায়ী আবাসন ও পরবর্তীতে মূল ক্যাম্পাসের ভিতরে নারীদের স্থায়ী আবাসন ব্যবস্থা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে।