যেসব পণ্য ও সেবায় ভ্যাট, সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক বাড়ানো হচ্ছে, তার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য নেই। এ কারণে ভোগ্যপণ্যের দাম বাড়বে না এবং মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।
এনবিআর জানায়, গত চার মাসে চাল, আলু, পিঁয়াজ, চিনি, ডিম, খেজুর, ভোজ্য তেল ও কীটনাশকসহ আটটি পণ্যে আমদানি, স্থানীয় ও ব্যবসায়ী পর্যায়ে জনস্বার্থে শুল্ক, ভ্যাট ও আয়কর ছাড় দেওয়া হয়। এ কারণে রাজস্ব আদায় ব্যাপকভাবে কমে যায়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া অন্যান্য খাত থেকে রাজস্ব বাড়ানো না গেলে বিপুল পরিমাণ বাজেট ঘাটতি দেখা দেবে। এনবিআর জানায়, জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির শুল্ক-কর হারে ব্যাপক ছাড় দেওয়ার পাশাপাশি, অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ বাড়ানো, এসডিজি বাস্তবায়ন এবং জাতি হিসেবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ভ্যাটের আওতা বাড়ানো এবং হার যৌক্তিকীকরণের লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।
গণ অভ্যুত্থানে নিহতদের পাশে এনবিআর : জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গতকাল এ ব্যাপারে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন-২০২৩-এর ধারা ২৬৪-এর উপ-ধারা (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের ৮২৬ জন সদস্যকে সরকারি সহায়তা বাবদ দেওয়া অর্থ দিয়ে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক উপস্থাপন হতে অব্যাহতি প্রদান করা হলো।