নেটওয়ার্ক সমস্যার কারণে সপ্তাহের প্রথম দিনের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নির্ধারিত সময়ে লেনদেন শুরু হতে পারেনি। নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর লেনদেন শুরু হয়। এর ফলে স্বাভাবিক সময়ের তুলনায় এক ঘণ্টা কম লেনদেন হয়েছে। দাম কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের। ফলে কমেছে মূল্যসূচক। একই সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ২৭০টির এবং ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৪ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৫ পয়েন্টে নেমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩১১ কোটি ৬৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩১৩ কোটি ৬৫ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল ফাইন ফুডসের শেয়ার। কোম্পানিটির ২৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের ৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রবি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৯২ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৭টির এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৬২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১০১ কোটি ৯ লাখ টাকা।