জুলাই গণ অভ্যুত্থান বা ’২৪-র অন্দোলনে তারেক রহমানই মূল নায়ক ছিলেন বলে মন্তব্য করেছেন নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দিদার হোসেন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দলের নেতা-কর্মীর পাশাপাশি ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হাসিনামুক্ত হয়েছে দেশ। পালিয়ে গেছেন হাসিনা ও তার দোসররা। আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শনিবার রাতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৯ নম্বর দেওটি ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি সংসদ অফিস উদ্বোধনকালে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।