দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ দুই শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব হচ্ছে শিক্ষার্থীরা। দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা আলোচনা শুরু করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর আহ্বায়ক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, ‘আমরাও চাই দ্রুত সময়ের মধ্যে বিশ^বিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হোক।’ বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৪ বছর হলেও এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়নি। শিক্ষার্থীদের পক্ষ থেকে গত ১৭ আগস্ট বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ২২ দফা দাবিতে ছাত্র সংসদ নির্বাচনও ছিল। তাই বর্তমানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন। বিশ^বিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চায় ছাত্র সংসদ প্রয়োজন। শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও উন্নয়নমূলক কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ছাত্র সংসদের কথাও জানানো হয়েছে। এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংগতি রেখে সরকার যেভাবে চাইবে। আমরা সেভাবে এগিয়ে যাব।’
নগরীতে ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠানটিতে সর্বশেষ ২০০২ সালের ১৩ আগস্ট সর্বশেষ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন হয়। এরপর ২০১১ সালে ছাত্র সংসদের আদলে অস্থায়ী ছাত্র কর্ম পরিষদ করা হয়। ওই পরিষদের পর গত ১৩ বছরে বিএম কলেজ ছাত্র সংসদে শিক্ষার্থীরা আসতে পারেনি। এ বিষয়ে বিএম কলেজ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হুজাইফা রহমান বলেন, বাংলাদেশের রাজনীতিতে নতুন নেতৃত্ব তৈরি করতে ছাত্র সংসদের কোনো বিকল্প নেই। ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় গণতান্ত্রিক চর্চা ব্যাহত হচ্ছে। নতুন নেতৃত্ব উঠে আসা ও গণতান্ত্রিক চর্চায় ছাত্র সংসদ এখন অপরিহার্য। ছাত্র সংসদ নির্বাচনের জন্য ছাত্র সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করার কথা ভাবছি। অচিরেই শিক্ষার্থীদের মতামত নিয়ে সব ছাত্র সংগঠন নিয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি তোলা হবে।
এদিকে, ওই দুটি প্রতিষ্ঠান ছাড়াও সরকারি বরিশাল কলেজ, সরকারি পলিটেকনিক কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজেও দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। এ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ছাত্র সংসদের দাবিতে সক্রিয় হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।