রাজধানীর আদাবরে একটি বাসা থেকে সোনা লুটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত দুজন হলেন মাহিন ও রেহান। শুক্রবার রাতে আদাবর ১৬ নম্বর রোডের একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি সোনা লুট হয়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেন। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, ‘অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার এবং ৩২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। আরও একজনকে আমরা খুঁজছি। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
পুলিশ বলছে, স্বর্ণলুটের ঘটনায় পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। তা বিশ্লেষণ করে দুজনকে গ্রেপ্তার করা হয়।