বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ সম্পন্ন করে অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে। কিন্তু এই সময়ে কিছু লোক নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। মনে হয় কাল ভোট হলেই ভালো হয়। তিনি বলেন, এত তাড়াহুড়োর মধ্যে আমরা কিন্তু কোনো সৎ উদ্দেশ্য দেখি না, অসৎ উদ্দেশ্যই দেখা যায়। একটু সবুর করুন না! ভোট হলে তো যারে জনগণ ভোট দেবে সেই ক্ষমতায় যাবে।
গতকাল ময়মনসিংহের মুক্তাগাছায় তিনি এসব কথা বলেন।
সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলার আমির অধ্যাপক মো. শামছুল হক।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে যারা একসঙ্গে হাতে হাত রেখে কাজ করেছি, দলমতের ভিন্নতা থাকলেও সেই সব রাজনৈতিক দলকে নিয়ে জুলাই অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে এই জাতির ভাগ্যে একটি মহাদুর্যোগ নেমে আসবে। চাঁদাবজি, মাস্তানি থেকে এ জাতিকে আপনি বাঁচাতে পারবেন না। কাজেই ধৈর্য ধরতে হবে, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনি প্রক্রিয়ায় সাহায্য করতে হবে।
স্বৈরাচারের বিচার হতেই হবে উল্লেখ করে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, পলাতক শেখ হাসিনা এবং তাদের দুর্নীতিবাজ, জুলুমবাজ, ফ্যাসিবাদীদের আর বাংলাদেশে রাজনীতি করার নৈতিক, রাজনৈতিক, মানসিক, সাংবিধানিক কোনো অধিকার থাকবে না। বাংলাদেশে তাদের রাজনৈতিকভাবে মৃত্যু ঘটবে। কাজেই এদের বিচার করতে হবে। বিচারকাজ খুব দ্রুত সম্পন্ন করতে হবে।