সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোয় দায়িত্বরত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ফাহিম আহমদ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ ফাহিমের তিন দিনের রিমান্ডের আবেদন করেছে। গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরের রায়নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ফাহিম মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দেওগাঁওয়ের রফিক মিয়ার ছেলে। তিনি রায়নগরের ৫২ নম্বর বাসায় থাকতেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ফাহিম আহমেদ নিজেকে মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ও বিভিন্ন নামিদামি স্কুলে ভর্তিসহ নানা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেন। প্রতারণার বিষয়টি জানতে পেরে এ ব্যাপারে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে অবহিত করেন তাঁর সাবেক সহকর্মী সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী। এ সময় প্রতারক ফাহিম আহমেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন আনসারী। পরে ফাহিমের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী। মামলার পর ফাহিমকে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা শুরু করে। বৃহস্পতিবার রাতে তাকে নগরের রায়নগর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক জানান, ফাহিমকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার তিন দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।