রাজশাহীর পুঠিয়ায় সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারার চাচা আলিউজ্জামান মুন্টু ওরফে মুন্টু মাস্টারকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটিয়েছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে। রড দিয়ে পিটিয়ে মুন্টুর হাত-পা থেঁতলে দেওয়া হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আলিউজ্জামান মুন্টু উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিড়ালদহ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বাড়ি বিড়ালদহ গ্রামে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুন্টু মাস্টার আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার তিনি বাড়ি ফিরে আসেন। তবে তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই বলে জানিয়েছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।
ওসি বলেন, ‘কিছু দুর্বৃত্ত মুন্টু মাস্টারকে ধরে পিটিয়ে জখম করেছে বলে শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তবে তার আগেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে কারা তাঁকে পিটিয়েছে খতিয়ে দেখা হবে।’
পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক বলেন, ‘বিষয়টি আমি এখনো শুনিনি। খোঁজখবর নিয়ে দেখছি। আপনারাও খোঁজখবর নেন কারা এ ঘটনা ঘটাল।’