বার্ধক্যজনিত কারণে চাকরি হারিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের দৈনিক মজুরিভিত্তিক নিয়োগ পাওয়া ১৬০ শ্রমিক। তাদের অভিযোগ, চাকরিচ্যুত করার পূর্বে তাদের দুই মাসের বকেয়া বেতন দেওয়া হয়নি। বকেয়া বেতনের দাবিতে আজ (রবিবার) তারা বিক্ষোভ কর্মসূচি পালনের কথা জানিয়েছেন।
শ্রমিক আবদুল হালিম জানান, ১৯৯০ সাল থেকে দৈনিক মজুরিভিত্তির শ্রমিক হিসেবে কাজ করে আসছেন। হঠাৎ নগর ভবনের হিসাব শাখা থেকে ১ জানুয়ারি থেকে কাজে যেতে নিষেধ করা হয়েছে। তাদের কী অপরাধ তাও জানানো হয়নি।
শ্রমিক মোহাম্মদ হোসেন ঢালী বলেন, শুনেছি বার্ধক্যজনিত কারণে আমাদের মৌখিক নোটিসে চাকরিচ্যুত করা হয়েছে। কোনো চিঠিও দেওয়া হয়নি। বকেয়া বেতন পেতে যোগাযোগ করেছি। তারা দেবে বলে জানিয়েছে।
তিনি বলেন, আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। এর সুষ্ঠু সমাধান চাই। তাই ৫ জানুয়ারি বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও বড় কর্মসূচি দেওয়া হবে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, সরকারি চাকরি বিধি মেনে তাদের আসতে নিষেধ করা হয়েছে। তাদের বকেয়া বেতন শিগগিরই দেওয়া হবে।