সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে চার নেতাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ছাত্রদলের ঢাবি শাখার দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এ সংক্রান্ত চারটি পৃথক বিবৃতি বৃহস্পতিবার দিবাগত রাতে শাখা ছাত্রদলের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। নোটিসপ্রাপ্তরা হলেন- মো. আবিদুর রহমান মিশু (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, সূর্যসেন হল শাখা ছাত্রদল), সাকিব বিশ্বাস (দপ্তর সম্পাদক, বিজয় ৭১ হল), মনসুর আহমেদ রাফি (প্রচার সম্পাদক, হাজী মুহম্মদ মুহসিন হল) ও সুলতান মো. সাদমান সিদ্দিক (সহদপ্তর সম্পাদক, বিজয় ৭১ হল)।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে ০৪-০১-২০২৫ ইং তারিখের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর একটি লিখিত ব্যাখ্যা সশরীরে উপস্থিত হয়ে জমাদান ও উপস্থাপন করতে হবে।’
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই নির্দেশনা প্রদান করেন।